হলে আহত রাবি শিক্ষার্থীকে দেখতে গেলেন উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ PM
ট্রেনের জানালা দিয়ে ছোড়া পাথর লেগে আহত হওয়া শিক্ষার্থীকে দেখতে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সৈয়দ আমীর আলী। আহত শিক্ষার্থী আব্দুল আজিজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত।
গত ১৭ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টায় মহানন্দা ট্রেনে রাজশাহী ফেরার পথে জানালা দিয়ে ছোড়া পাথর লেগে আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আব্দুল আজিজ। আজ উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সৈয়দ আমীর আলী হলে তাকে দেখতে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উপাচার্য তার সুস্থতাও কামনা করেন।
এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা এম তারেক নূরসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।