বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: চবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিবহন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

উপাচার্য বলেন, যাঁর জন্ম না হলে বাঙালি জাতি বাংলাদেশ নামক রাষ্ট্র পেত না, একটি পতাকা পেত না, বিশ্ব দরবারে একটি মানচিত্র পেত না; তিনি হলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, সীমাহীন ষড়যন্ত্রের মাধ্যমে হায়েনার দল জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে বিশ্ব ইতিহাসে সৃষ্টি করেছে এক কলঙ্কজনক অধ্যায়। হায়েনার দল জাতির পিতাকে হত্যা করে বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে মুছে দিতে চেয়েছিল।

চবি পরিবহন দপ্তরের মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মো. মমিনুল হক। এতে জাতির পিতা বঙ্গবন্ধু ও ’৭৫ এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ