শেখ হাসিনার পতনে শাহবাগে গণ সেজদা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০৬:০১ PM
সাবেক সরকার প্রধঅন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণ সেজদা ও দ্রোহের গান কর্মসূচি করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে গান পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছাত্রজনতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, দেশাত্মবোধক গান, বাওয়ালিসহ বিভিন্ন ধরনের গানের আয়োজন করে। সেগুলোর মধ্যে—ধনধান্য পুষ্প ভরা; কারার ঐ লৌহ কবাট; চল চল চল; মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম ইত্যাদি। এরপর দুটি করে সেজদা আদায় করে শেখ হাসিনার পতনে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আহমাদ আতাউল্লাহ সালমান বলেন, ‘আধিপত্যের চাপ আমরা এত দিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনো দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাব-এর মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।’