শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় জিডি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের

  © লোগো

মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে নিজের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে, তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি শাহবাগ থানার জিডিতে (নং-২৭৫) উল্লেখ করা হয়, সাব্বির সিফাত নামের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবারে (এটি সাবেক শিক্ষার্থীদের একটি ফেসবুক পেজ) অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের নামে মানহানিকর ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজে প্রতিবন্ধকতামূলক কিছু পোস্ট করা হয়। এরপর নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ৩০ আগস্ট সাব্বির সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবার অধ্যাপক শেখ হাফিজুর রহমানের  নামে মানহানিকর একটি পোস্ট দেয়। ওই পোস্টটিতে বলা হয়, ‘আইন বিভাগে অধ্যাপক কার্জন কর্তৃক প্রতিবছর ছাত্রছাত্রীদের নানামাত্রিক হয়রানি করা হয়। এ বছর বর্তমান ও সাবেক প্রায় ২০ জন শিক্ষার্থী কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় চেয়ারম্যান এবং উপাচার্য বরাবর অভিযোগ দায়েরের উদ্যোগ নেয়া হয়েছিল। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার রেজাল্টে নেতিবাচক পড়বে- এ আশঙ্কায় সেটি স্থগিত করা হয়। এখন আমরা সে অভিযোগ দায়ের করতে চাচ্ছি। কেউ অভিযোগে সাক্ষর করতে চাইলে অথবা পুরো প্রক্রিয়ার জন্য সামান্য যে টাকা লাগবে তা দিয়ে সহযোগিতা করতে চাইলে জানানোর অনুরোধ রইল। কেউ পরামর্শ বা অন্য কোনভাবে যুক্ত হতে চাইলেও আমরা স্বাগত জানাই।’

এ বিষয়ে অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, আমার নিরাপত্তা হুমকির মুখে পড়ায়, বাধ্য হয়ে আমি জিডি করেছি। এ ব্যাপারে সাইবার আইনে (ডিএসএ অথবা সিএসএ) ওই প্রতিক্রিয়াশীল শিক্ষার্থীদের আইনের আওতায় আনার জন্য একটি এবং দণ্ডবিধির অধীনে একটি মানহানির মামলা করব।

শাহবাগ থানার সাধারণ ডায়েরির (জিডি) তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপকের জিডির বিষয়ে আমি তদন্ত করছি। খুব দ্রুতই অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence