ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানাউল্লাহ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের অন্যতম ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মো. সানাউল্লাহ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি ) সকালে বিভাগের সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামছুল আলমের কাছ থেকে ৩ বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন।
প্রফেসর ড. মো. সানাউল্লাহ ২০০৪ সালের ১৮ জানুয়ারি ইসলামিক স্টাডিজে লেকচারার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০০৩ সালে একই বিভাগ থেকে 'The Advantages of Practicing Islamic Rules in the Establishment of Family Peace' শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: বইমেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ
এরপর ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক, ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।এর আগে তিনি এই বিভাগ থেকে ১৯৯১ সালে ব্যাচেলর ডিগ্রি ও ১৯৯২ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পর বিভাগের কল্যাণে কি কি পরিকল্পনা গ্রহণ করবেন এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।