পানিতে হলুদ মেশানো ট্রেন্ডিং ভিডিও তৈরি করবেন যেভাবে

পানিতে হলুদ মেশানো ট্রেন্ডিং ভিডিও
পানিতে হলুদ মেশানো ট্রেন্ডিং ভিডিও  © সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভেসে আসে নতুন নতুন ট্রেন্ড, আর তাতে দ্রুত সাড়া দেন ব্যবহারকারীরা। সম্প্রতি এমনই একটি জনপ্রিয় ট্রেন্ড হচ্ছে পানিতে গুঁড়া হলুদ মিশিয়ে গ্লোয়িং ওয়াটার তৈরি করা। 

ট্রেন্ডিং ভিডিওটি তৈরি করবেন যেভাবে: 

ট্রেন্ডিং এই ভিডিও তৈরি করতে প্রয়োজন মাত্র তিনটি জিনিস। একটি কাঁচের গ্লাস, এক চিমটি হলুদ আর মোবাইল। 
প্রথমে একটি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে সেটিকে উল্টো করে রাখতে হবে। এরপর একটি কাচের গ্লাসে পানি ভরে তা সেই ফ্ল্যাশ লাইটের ওপর রাখতে হবে হবে। এরপর ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে গ্লাসের পানির মধ্যে এক চিমটি গুঁড়া হলুদ ধীরে ধীরে ছড়িয়ে দিতে হবে।

এ অবস্থায় হলুদ গুঁড়া ধীরে ধীরে পানির সঙ্গে মিশে এক ধরনের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করবে। ঠিক এই মুহূর্তটিকে ভিডিও করে নিতে হবে।

ট্রেন্ডিং ভিডিওটির শুরু যেখানে:
গত ১৪ জুন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন টিকটকে একটা ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, প্রায় অন্ধকার ঘরে পুষ্পা গোমেন গ্লাসের পানিতে গুঁড়া হলুদ ঢালছেন। গ্লাসের নিচে জ্বলছে ফ্ল্যাশলাইট। পুষ্পার আশপাশে আরও কয়েকজন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর। পানিতে গুঁড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা, সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল। 


সর্বশেষ সংবাদ