কারিগরি শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড়

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। 

রোববার রাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শিক্ষকদের বেতনের ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৬.২৩-১২৪৯. ১২৫০, ১২৫১, ১২৫২ তারিখ : ৫-১০-২০২৩।

জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন। 


সর্বশেষ সংবাদ