ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় যা বললেন হামজা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হামজা চৌধুরী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হামজা চৌধুরী  © সংগৃহীত

বাংলাদেশ অচেনা নয় হামজা চৌধুরীর। কিন্তু বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারের এবারের আগমন ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা এবার খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সেই লক্ষ্যে আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।

হামজার আগমনকে কেন্দ্র করে বিমান বন্দরের আশপাশে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। 

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দুপুর সাড়ে ১২টার পর বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে সংবাদমাধ্যমের সামনে হাজির হন তিনি। তার কাছে শুরুতে ইংরেজিতে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি উঠে বাংলায় কথা বলার।

আরও পড়ুন: ঢাবিতে নতুন হল নির্মাণ প্রকল্পের অনুমোদন, ব্যয় ২৪৪ কোটি টাকা

পরে স্থানীয় সিলেটি ভাষায় তিনি বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু। (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।’

হামজার সঙ্গে এসেছেন স্ত্রী, সন্তান ও মা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন পৈতৃক ভিটা হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।  যেই জায়গাটা গতকাল থেকেই সেজে আছে হামজার আগমনের অপেক্ষায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা। এখন খেলছেন প্রিমিয়ার লিগের পরের স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলারও অভিজ্ঞতা আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

আরও পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদনের বর্ধিত সময় শেষ আজ, ছবি-সেলফি নিয়ে নির্দেশনা

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। পর দিন অর্থাৎ ২০ মার্চ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 


সর্বশেষ সংবাদ