এক টাকাও পারিশ্রমিক পাননি পারভেজ ইমন, চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগ

পারভেজ ইমন
পারভেজ ইমন  © সংগৃহীত

বিপিএলে দারুণ কিছু ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার পারভেজ ইমন। তবে এখনও এক টাকাও পারিশ্রমিক পাননি চিটাগং কিংসের এই ওপেনার। চেক হাতে পেয়েছিলেন ঠিকই তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক থেকে দুই দফা শূন্য হাতে ফিরেছেন জাতীয় দলের এ ওপেনার। বিসিবিকে মৌখিকভাবে অভিযোগও করেছেন ইমন। দল থেকে বেরও হয়ে গেছেন তিনি। কোন ব্যাখ্যা না দিলেও, টাকা না দেবার কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী। 

একের পর এক অনিয়মে ক্ষত-বিক্ষত বিপিএলের এবারের আসর। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীকে নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সে তালিকায় যোগ দিলো চিটাগং কিংস।

চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় এসেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে দলের সঙ্গী হননি ওপেনার পারভেজ হোসেন ইমন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এখনও এক টাকাও পারিশ্রমিক পাননি জাতীয় দলের এ ক্রিকেটার। কয়েকদিন আগে ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক পেয়েছিলেন তিনি, তবে পরপর দুই দিন ব্যাংকে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। দুই দফা চেক বাউন্স করায় হতাশ পারভেজ ইমন।

বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছেন টাইগার ওপেনার। টাকা না পেলে চিটাগংয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে রাজি নন জাতীয় দলের এ ক্রিকেটার। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবেন।

পারভেজ ইমনকে যে এখনও পারিশ্রমিকের এক টাকাও দেয়া হয়নি তা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তবে কেনো দেয়া হয়নি তার কোন ব্যাখ্যা দিতে চাননি তিনি।


সর্বশেষ সংবাদ