নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

 বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়  © সংগৃহীত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৫ রান। ৯ উইকেটে বাংলাদেশ তুলতে পেরেছে ২০০ রান। ইনিংসের শেষ বলে বোল্ড হয়েছেন হাসান মাহমুদ, অভিষেকে উইকেটের দেখা পেয়েছেন উইলিয়াম ও’রর্ক। 

উইল ইয়াং ও টম ল্যাথামের ঝড়ে বড় সংগ্রহই পায় নিউজিল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ, কিছু ব্যাটার আউট হন হতাশাজনকভাবে। মাঝে আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়ের জুটিতে আশা দেখা গেলেও শেষে এসে হয়নি অবিশ্বাস্য কিছু।

লম্বা ব্যাটিং লাইন আপ হলেও ঠিক পরিকল্পনার ছাপ ছিল না তাতে। এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন বা শেষে এসে মেহেদী হাসান মিরাজের ইনিংস তাই পার্থক্য গড়তে পারেনি কোনো। ইনিংসে একটিই ৫০-পেরোনো জুটি, সেটিও এসেছে ষষ্ঠ উইকেট জুটিতে। ততক্ষণে সমীকরণ হয়ে উঠেছে আরও কঠিন। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার এনামুল হক বিজয়।

ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ডিএলএস মেথডে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান করে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য হয় ২৪৫ রানের। 

এবারের নিউজিল্যান্ড সফরও তাই শুরু হলো হার দিয়ে। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে সাদা বলে হারানোর অপেক্ষাও বাড়ল আরেকটু। অন্যদিকে টিকে থাকল ডানেডিনে সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের অপরাজিত থাকার রেকর্ডটি।


সর্বশেষ সংবাদ