বিশ্বসেরা সাকিবের নতুন রেকর্ড

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড ওভালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এবার ভারতের বিপক্ষেই বিশ্বসেরা সাকিবের বিশ্বরেকর্ড। সাকিব আল হাসান মানেই অনন্য। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব নিজেকে বারবার মেলে ধরেছেন বিশ্ব দুয়ারে। এর আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ ১২৭ উইকেট নিয়ে প্রথম স্থান নিয়েছিলেন কিউই পেসার টিম সাউদি। আজ অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দুই উইকেট সংগ্রহ করে যৌথভাবে সাউদির পাশে নাম লেখালেন সাকিব। নির্ধারিত ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। 

আজ মাঠে নামার আগে সাকিবকে হাতছানি দিচ্ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার হওয়ার সুযোগ। সেই সুযোগ সম্পূর্ণ নিজের করে নিতে আরও এক ম্যাচ হয়তো অপেক্ষা করাবেন তিনি, তবে যৌথভাবে শীর্ষে উঠেছেন সাকিব। ১০৮ ম্যাচে সাকিব নিয়েছেন ১২৭ উইকেট। সমান উইকেট নিউজিল্যান্ড পেসার টিম সাউদির, ১০৩ ম্যাচ লেগেছে সাউদির।

আজকের ম্যাচের আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ১২৫। মারমুখী ভঙ্গিতে খেলতে থাকা ওপেনারে কেএল রাহুলকে ফিরিয়েছেন সাকিব। অর্ধশত করার পরপরই রাহুল সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদবকে আউট করে সাকিব নিজের আগের রেকর্ডের সঙ্গী হন। কিউই বোলার সাউদির সঙ্গে অবস্থান করছেন এখন।

সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নেন সাউদি, যাতে সাকিব আবারও আজ ভাগ বসিয়েছেন।

আরও পড়ুন: রিজওয়ানকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার 

সাকিব আল হাসান- ১২৭
টিম সাউদি- ১২৭
রশিদ খান- ১২১
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৭

৫ ম্যাচ বেশি খেললেও ইকোনমি ও গড়ে সাউদির চেয়ে এগিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১০৮ ম্যাচে সাকিবের গড় ২১.১১, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮১। ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন পাঁচবার, পাঁচ উইকেট এক ম্যাচে।


সর্বশেষ সংবাদ