গ্যারেজে পর্দা টানিয়ে হচ্ছে দাখিল পরীক্ষা

গ্যারেজে পর্দা টানিয়ে নেয়া হচ্ছে পরীক্ষা
গ্যারেজে পর্দা টানিয়ে নেয়া হচ্ছে পরীক্ষা  © সংগৃহীত

গ্যারেজে পর্দা টানিয়ে দাখিল পরীক্ষা নেয়া হচ্ছে জয়পুরহাটে। চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার সময় এমনটি ঘটেছে জেলার পাঁচবিবির উপজেলায়।

এসএসসি, দাখিল ও ভোকেশনাল (কারিগরি) সমাপনী পরীক্ষা পাঁচবিবির পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০টি মাদ্রাসার ৬৮৪ জন দাখিল পরীক্ষার্থীর জন্য মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষের অভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাইকেল গ্যারেজে। গ্যারেজটি পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানী জানান, কক্ষ সংকটের কারণে কয়েক বছর থেকেই সাইকেল গ্যারেজে পরীক্ষা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ এসএসসিতে অনুপস্থিত বেশিরভাগ ছাত্রী বাল্যবিয়ের শিকার

গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা একটি গ্যারেজে বসে দেয়ার ভোগান্তি প্রকাশ করে  কড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্রী আরিফা খাতুন বলেন, 'আমার সহপাঠীরা বিল্ডিং রুমে ফ্যানের বাতাসের নিচে বসে আরামে পরীক্ষা দিল। আমি গরমের মধ্যেই গ্যারেজে বসে পরীক্ষা দিলাম।'
আরেক পরীক্ষার্থী মো. ছাব্বির হোসেন বলেন, 'শিক্ষকরা যদি ফ্যানের ব্যবস্থা করতেন তাহলে আমাদের জন্য পরীক্ষা দেওয়া ভালো হতো।' 

কেন্দ্র পরিদর্শন কালে  সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন দেখতে পান রুমে আলোর স্বল্পতা রয়েছে। তিনি কেন্দ্র সচিবকে বৈদ্যুতিক বাল্ব লাগানোর নির্দেশ দেন। কেন্দ্রে দায়িত্বরত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, 'কক্ষ সংকটের কারণে এমনটা হয়েছে। তবে পরীক্ষার্থীদের যেন অন্য কোনো সমস্যা না হয় সে বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।' 


সর্বশেষ সংবাদ