ক্লাস ফাঁকি না দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শিক্ষকরা
নিয়মিত স্কুলে উপস্থিত ও ক্লাস ফাঁকি না দিয়ে শিশুদের পাঠদান করানোর প্রতিশ্রুতি দিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানার কাছে তারা এ প্রতিশ্রুতি প্রদান করেন। এর আগে শিক্ষকদের সময়মতো স্কুলে যাওয়া এবং ক্লাসে ফাঁকি না দিয়ে নিয়ম মেনে পাঠদান করানোর ওয়াদা করান তিনি। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের ওয়াদা করান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা বলেন, ‘আমি আপনাদের দাবি-দাওয়া শুনলাম। আপনারা যাদের শিক্ষা দেন, তারাই দেশের ভবিষ্যত, তাহলে আপনাদের সমস্যা কেন থাকবে? আমি অবশ্যই আপনাদের বিষয়টি দেখবো, প্রতিমন্ত্রীকে জানাবো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো। তবে আমি আপনাদের দুটি অনুরোধ করবো। আপনারা সঠিক সময়ে স্কুলে যাবেন এবং নিয়ম মেনে পাঠ্যবই অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করাবেন।’
পরে শিক্ষকরা প্রতিমন্ত্রীর স্ত্রীর কাছে ওয়াদা করেন তারা সঠিক সময়ে বিদ্যালয়ে যাবেন, শিক্ষার্থীদের যথাযথ পাঠদান করে নির্ধারিত সময়ে বিদ্যালয় ত্যাগ করবেন। ক্লাসে ফাঁকি দেবেন না।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, মন্ত্রণালয়ের অতরিক্তি সচবি ড. তরুণ কান্তি শিকদার, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এসএম আব্দুল গফুর নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা, প্রধান শিক্ষকদের সম্মানের সঙ্গে পদ ফেরত দেওয়াসহ ১০ দফা দাবি জানান।