অটোরিকশা উল্টে কুবি শিক্ষক আহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

অটোরিকশা উল্টে গিয়ে আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমিল্লা ক্যাডেট কলেজের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিক্সায় চড়ে ক্যাম্পাস থেকে কোটবাড়ি যাবার পথে কুমিল্লা ক্যাডেট কলেজ মোড়ে বেপরোয়া গতির কারণে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঐ শিক্ষক পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে খবর পেয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান এবং প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে আহত শিক্ষককে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ছাত্রীর সন্তান কোলে নিয়ে ক্লাস করালেন নোবিপ্রবি শিক্ষক

এ বিষয়ে কুমিল্লা ট্রমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহফুজুর রহমান বলেন,  আমরা প্রথমে মনে করছি পা ভেঙ্গে গেছে। পরবর্তীতে এক্সরে করার পর দেখা গেছে পা ভাল আছে। পা যেখানে কেঁটে গেছে সেখানে ২টা সেলাই করে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।


সর্বশেষ সংবাদ