তিতুমীর কলেজের জিমনেশিয়ামের বেহাল দশা

জিমনেশিয়ামের সরঞ্জাম অকেজো অবস্থায় পড়ে আছে
জিমনেশিয়ামের সরঞ্জাম অকেজো অবস্থায় পড়ে আছে  © টিডিসি ফটো

শুধু নামেই জিমনেশিয়াম, নেই শরীরচর্চার কোন আধুনিক সরঞ্জাম। বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সরকারি তিতুমীর কলেজের একমাত্র জিমনেশিয়াম। সংস্কারের ব্যাপারে নেই কলেজ প্রশাসনের কোন তৎপরতা। ফলে শরীরচর্চার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কলেজের হাজারো শিক্ষার্থী।

বিগত বছরগুলোতে কলেজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগলেও শরীরচর্চার সহায়ক একমাত্র জিমনেশিয়ামে লাগেনি উন্নয়নের কোন ছোঁয়া। কলেজের জিমনেশিয়ামের সরঞ্জাম অকেজো হয়ে পড়ার কারণে শরীরচর্চায় আগ্রহী অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে কলেজের আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন জিমনেশিয়ামে অর্থ ব্যয় করে শরীরচর্চা করছেন।

সরেজমিনে দেখা যায়, শারীরিক শিক্ষা বিভাগের জিমনেসিয়ামে বিকল অবস্থায় পড়ে রয়েছে মাল্টিজিম, যা সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী। ভবনের কয়েকটি ফ্যান চালু থাকলেও চারটি ফ্যান নষ্ট হয়ে গেছে। দুটি বেসিনের মধ্যে একটি সম্পূর্ণ নষ্ট এবং অন্যটি চালু থাকলেও নোংরা অবস্থায় রয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের ভবন ঘুরে দেখা যায় অধিকাংশ জানালার কাচ ভাঙা। শিক্ষার্থীদের জন্য নেই সুপেয় পানির কোনো ব্যবস্থা, নেই ব্যবহারযোগ্য ওয়াশরুমও। ভবনটিতে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে ৩টি টেবিল টেনিস বোর্ড, ৫টি ক্যারাম বোর্ড এবং কিছু দাবা ও লুডু খেলার বোর্ড।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের জিমনেশিয়ামের সরঞ্জামগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় আছে। বর্তমানে যেসব সরঞ্জাম রয়েছে, সেগুলো সংস্কার করলেও তা দিয়ে কার্যকরভাবে শরীরচর্চা করা সম্ভব নয়। শারীরিক শিক্ষা বিভাগের ভবনে নেই কোনো প্রকার সুযোগ-সুবিধা; নেই পানির ফিল্টার, নেই ব্যবহারের উপযোগী ওয়াশরুম।

কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আরিফ বলেন, ‘জিমনেশিয়ামের কোনো সরঞ্জামই ভালো নেই। কলেজের জিমনেশিয়ামের আধুনিকায়ন জরুরি। কলেজ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমান বলেন, ‘জিমনেশিয়ামের পরিবেশ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। যন্ত্রপাতিগুলো পুরোনো এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য দ্রুত আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও সংস্কার কাজ শুরু করা জরুরি।’

শারীরিক শিক্ষা বিভাগের এক কর্মচারী জানান, প্রায় প্রতিদিন শতাধিক শিক্ষার্থী আসে। তারা টেবিল টেনিস, কেরাম ও দাবা খেলায় অংশ নেয়। তবে শরীরচর্চার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে শিক্ষার্থীরা ইচ্ছেমতো ব্যায়াম করতে পারছে না। একমাত্র মাল্টিজিমটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে কলেজের জিমনেশিয়ামের সংস্কার করা হয়নি। তবে করোনা পরবর্তী সময়ে বর্তমান শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো: সামসুদ্দিনের ব্যক্তি উদ্যোগে কিছু সংস্কার হয়েছে। 

কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো: সামসুদ্দিন বলেন, আগের অধ্যক্ষদের বারবার বলার পরেও তারা জিমনেশিয়াম সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। তবে বর্তমান অধ্যক্ষ শিক্ষার্থীবান্ধব। তার সঙ্গে জিমনেশিয়াম সংস্কারের বিষয়ে কথা বলেছি, তিনি খুব শিগগিরই উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’

এই বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরউদ্দিন আহমেদ বলেন, ‘আমি আগামী সপ্তাহে জিমনেশিয়ামে যাব। সরেজমিন পরিদর্শনের পর সংস্কারের প্রয়োজন হলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

 


সর্বশেষ সংবাদ