কনসার্টকে ঘিরে কুবি ক্যাম্পাসে গাঁজার আসর

  © টিডিসি ফটো

নতুন বছর উপলক্ষ্যে ‘হ্যাপি নিউ ইয়ার কনসার্টকে’ ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেন্ট্রাল ফিল্ডে গাঁজাসহ বিভিন্ন মাদকের আসর বসতে দেখা গেছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হওয়া কনসার্টে এমন আসর বসলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে মাদকসেবন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে প্রকাশ্যে গাঁজা সেবনের জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে কুবি শিক্ষার্থী ইরফানুল ইসলাম বলেন, বহিরাগতরা মাদকদ্রব্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে তাই এমনটা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এমন কনসার্টের আয়োজন করা দরকার ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার হবে তা স্বাভাবিক। কিন্তু এটা কেমন সংস্কৃতি জানি না! একদিকে গান চলতেছে অন্য দিকে গোল হয়ে বসে গাঁজার আসর চলতেছে। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। প্রশাসনের এদিকে দেখার উচিত ছিল।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা মুন বলেন, মাদকসেবীদের কারণে একদিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ; আরেক দিকে অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের পড়তে হচ্ছে অস্বস্তিকর অবস্থায়। এমনকি পরিবারের লোকজনকে নিয়ে এসেও বিব্রত হতে হচ্ছে আমাদের।

কুবির সেন্ট্রাল ফিল্ডে অবাধে মাদকসেবনের পরেও প্রক্টরিয়াল বডির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমাদের সামনে এখনো কাউকে মাদক সেবন করতে দেখিনি। কাউক পেলে আমরা ব্যবস্থা নিবো। প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঠে বিষয়টি দেখছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence