রমজানে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেবে পিএসসি
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ PM

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করতে আসন্ন রমজানের মধ্যে ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। চলতি সপ্তাহে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৪তম বিসিএসের কার্যক্রম দ্রুত শেষ করতে রমজানের মধ্যে ভাইভা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঈদ-উল ফিতরের ছুটি শুরুর আগ পর্যন্ত ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়া হতে পারে। দুই/একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’
পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর হতে চললেও এখনো এই বিসিএসের কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। এ অবস্থায় দ্রুত এই বিসিএসের কার্যক্রম শেষ করতে আসন্ন রমজানে এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। একই বছরের ২৯ ডিসেম্বর শুরু হওয়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ প্রার্থী। ২০২৪ সালে মৌখিক পরীক্ষা শুরু হলেও তা বাতিল করে গত ৫ জানুয়ারি নতুন করে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ‘৪৪তম বিসিএসের এখনো ৭ হাজারের বেশি প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া বাকি রয়েছে। এই প্রার্থীদের দ্রুত ভাইভা শেষ করতে রোজার মধ্যে ভাইভা নেওয়া হবে।’
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।