এনএসইউর উদ্যোগে ‘এআই ফর ফিউচার লিডার্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ AM
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে ‘এআই ফর ফিউচার লিডার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নেটকম লার্নিংয়ের সহযোগিতায় ‘এআই ফর ফিউচার লিডারস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত গতির বিশ্বে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিল্পখাতের অগ্রগতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘এ ধরনের সেমিনার থেকে বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পাবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেটকম লার্নিংয়ের জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ; হেড অব পার্টনারশিপ আব্দুর রহমান মামুন; এবং সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব মো. ইমদাদুল ইসলাম। অতিথিরা তাদের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা তুলে ধরেন। আবদুল আহাদ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ক্যারিয়ার গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এই ধরনের অনুষ্ঠানে মাধ্যমে যুক্ত হতে পেরে আমরা রোমাঞ্চিত।’
এনএসইউর সিপিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের জন্য ‘এআই ফর ফিউচার লিডারস’-এর মতো এআই-কেন্দ্রিক সেমিনার নিয়ে আসার জন্য নেটকম লার্নিংয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।