লোহাগাড়ায় বন্যার পানির স্রোতে তলিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

জুনায়েদুল ইসলাম জারিফ
জুনায়েদুল ইসলাম জারিফ  © টিডিসি ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হওয়া জুনায়েদুল ইসলাম জারিফের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ অগাস্ট ) বিকালে আমিরাবাদ ইউনিয়নের  জনকল্যাণ এলাকার বাড়ির পাশের পানির তলে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জারিফ ওই এলাকার জুলফিকার আলি ভোট্টুর ছেলে। তিনি চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে। 

এর আগে, গতকাল সোমবার রাত ২টার সময় পরিবার নিয়ে নিজ বাড়ি থেকে নিরাপদ জায়গায় যাওয়ার সময় তীব্র পানির স্রোতে ভেসে যায় জারিফ।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, গতরাত নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আজ বিকালে খোঁজাখুঁজি এক পর্যায়ে বাড়ির সামনে বিলে পানি তলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বর্তমানে মরহদেহটি মসজিদে মাঠে রয়েছে দাফনের জন্য প্রস্তুুতি নিচ্ছি। 

জারিফ আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান চৌধুরী ।


সর্বশেষ সংবাদ