বৃত্তির ফলে গড়মিল: প্রাথমিকের ডিজিসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে গড়মিলের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জানা গেছে মহাপরিচালক ছাড়াও শাস্তির আওতায় আসতে যাচ্ছেন, বৃত্তি পরীক্ষা আয়োজন ও ফলাফল তৈরি কার্যক্রমের প্রধান ডিপিই’র পরিচালক (প্রশাসন) এস এম আনছারুজ্জামান, আইএমডি বিভাগের পরিচালক ও প্রকৌশলী। এ ছাড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালকও রয়েছেন।

এদের মধ্যে, আইএমডিবির প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত হয়েছে। আর বাকি চারজনকে শোকজ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মেদ বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বৃত্তি পরীক্ষার ফলাফলে ক্রটির হওয়ার পেছনে দায়ীদের চিহ্নিত করা হয়েছে। যাদের অপরাধ প্রমাণিত করে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ বিভাগীয় মামলা করা হবে।


সর্বশেষ সংবাদ