শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতাপেটা, প্রতিবাদ করে কী লিখলেন তসলিমা নাসরিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ‘জাগ্রত জুলাই’ নামের একটি সংগঠন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে ফাঁসির দড়ি পরিয়ে প্রতীকী প্রতিবাদ জানায়। তারপর ওই প্রতিকৃতিতে হেফাজতে ইসলামের সমাবেশে আসা কয়েকজন ‘হুজুর’ জুতাপেটা করেন। এ রকম দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটাকে অনেকে নারীর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ বলে প্রচার করছেন। এটাকে ‘কুৎসিত নারীবিদ্বেষ’ হিসেবে প্রতিবাদ জানিয়েছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।
শনিবার (৩ মে) তসলিমা নাসরিন তার ফেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন। শেখ হাসিনার প্রতিকৃতিতে জুটাপেটার ভিডিও শেয়ার করে তিনি তাতে লিখেছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক নারীর প্রতিকৃতি বানানো হয়েছে জুতোপেটা করার জন্য। নারীকে কী করে ঘৃণা করতে হবে, কী করে তাদের হেনস্তা করতে হবে, নির্যাতন করতে হবে তা শেখানো হচ্ছে। যেন ওপেন ওয়ার্কশপ চলছে।’
তিনি আরও লিখেছেন, ‘সন্ধ্যের পর পুরুষেরা শাড়ি-ব্লাউজ খুলে প্রতিকৃতিকে রেপও করে যাবে বলে মনে হচ্ছে। এরা বাংলার নারীকে এভাবেই ট্রিট করে, এভাবেই ট্রিট করতে চায়।’
কুৎসিত নারীবিদ্বেষ ছিটকে পড়ছে চারদিকে অভিযোগ করে তিনি আরও লিখেছেন, ‘সরকারের কাছে নারীর প্রাপ্য অধিকার দাবি করা হচ্ছে এই খবর শুনে সারা দেশের ইসলামি গুণ্ডারা উন্মাদ হয়ে উঠেছে। তাদের কুৎসিত নারীবিদ্বেষ ছিটকে পড়ছে চারদিকে। আসলে যে নারীর প্রতিকৃতি বানিয়েছে জুতোপেটা করার জন্য, সে কোনও ইন্ডিভিজুয়ালের প্রতিকৃতি নয়, সে মা, বাংলা মায়ের প্রতীক। তারা এই বাংলা মাকে, দেশ মাতৃকাকে, এভাবেই ছিন্নভিন্ন করছে, রক্তাক্ত করছে, উলঙ্গ করছে, ধর্ষণ করছে।’