এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন  © সংগৃহীত

প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা রাখতে যাচ্ছেন। তিনি আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে (নিচতলা) একটি অনুষ্ঠানের মাধ্যমে তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গঠিতব্য এই রাজনৈতিক দলের সম্ভাব্য নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সড়ক নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হওয়ার পর থেকেই তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

অতীতেও তাকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল, তবে এবারই প্রথম তিনি সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন।


সর্বশেষ সংবাদ