তিতুমীর কলেজের কর্মচারীদের ঈদ উপহার দিল ছাত্রশিবির

ঈদ উপহার বিতরণ করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা
ঈদ উপহার বিতরণ করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা  © টিডিসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার ও ফুড প্যাক প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে প্রতিবছরের মতো এবারও কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এই উপহারসামগ্রী প্রদান করা হয়।

‎ এসময় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি আলফে সানি বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছরজুড়ে নানা উপলক্ষ্যে এমন উপহারসামগ্রী প্রদানের কর্মসূচি পালন করে থাকি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। আমরা তাই আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।’

আরও পড়ুন: রায়ে মেয়র হলেন ইশরাক, এমপি পদ দাবি করলেন হিরো আলম

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসীর আনসারি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সব সময় মানবিক ও কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এই উপহার প্রদান কর্মসূচি এরই একটি অংশ। ঈদের এ আনন্দঘন মুহূর্তে আমরা আপনাদের পাশে থাকতে পেরে আনন্দিত। আশা করি, আমাদের এ প্রয়াস আপনাদের মুখে হাসি ফোটাবে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

উপহার পেয়ে কর্মচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ