তিতুমীর কলেজের কর্মচারীদের ঈদ উপহার দিল ছাত্রশিবির
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৬:৪৩ PM

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার ও ফুড প্যাক প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে প্রতিবছরের মতো এবারও কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এই উপহারসামগ্রী প্রদান করা হয়।
এসময় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি আলফে সানি বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছরজুড়ে নানা উপলক্ষ্যে এমন উপহারসামগ্রী প্রদানের কর্মসূচি পালন করে থাকি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। আমরা তাই আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।’
আরও পড়ুন: রায়ে মেয়র হলেন ইশরাক, এমপি পদ দাবি করলেন হিরো আলম
তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসীর আনসারি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সব সময় মানবিক ও কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এই উপহার প্রদান কর্মসূচি এরই একটি অংশ। ঈদের এ আনন্দঘন মুহূর্তে আমরা আপনাদের পাশে থাকতে পেরে আনন্দিত। আশা করি, আমাদের এ প্রয়াস আপনাদের মুখে হাসি ফোটাবে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’
উপহার পেয়ে কর্মচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।