বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের ইফতার অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের (বিএসিবি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ক্যাল গ্যালারিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মো. শফিকুর রহমান ও ফাতেমা খান মজলিশসহ এডহক কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ড. সোহেল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. এনামুল হক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবির প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট ভবিষ্যতেও একতা ও সহযোগিতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাবে। এছাড়া সংগঠনের অগ্রগতির জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।