মানুষের গড় আয়ু দু’বছর কমেছে, নেপথ্যে যে কারণ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ২৬ মে ২০২৪, ০৮:৩৪ AM
বিশ্বে মানুষের গড় আয়ু দুই বছর কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গড় আয়ু নিয়ে সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সে অনুযায়ী, বিশ্বে মানুষের আয়ু ১.৮ বছর বা প্রায় দু’বছর কমে গেছে। ফলে এক দশকের উন্নয়ন কাজে লাগেনি বলে জানিয়েছে তারা।
ডব্লিউএইচও বার্ষিক স্বাস্থ্য সমীক্ষা গত শুক্রবার প্রকাশ করে। এতে বলা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন ১০ বছর পিছিয়ে গেছে। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। এর জেরেই মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই বছরের ক্ষতি বিশ্বকে ১০ বছর পিছিয়ে দিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে মানুষের গড় আয়ু ছিল ৭৩.২ বছর। এর থেকে ১.৮ বছর কমে গেছে। নতুন গড় বয়স হয়েছে ৭১.৪ বছর। গড় আয়ুর সঙ্গে কমেছে সুস্থভাবে বেঁচে থাকার সময়ও। এর মানে কোনো ক্রনিক রোগ ছাড়া সুস্থ শরীরে বেঁচে থাকা।
আরো পড়ুন: যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা কড়াকড়ির প্রস্তাবে বিরোধিতার মুখে ঋষি সুনাক
২০১২ সালের হিসাব অনুযায়ী, রোগহীন অবস্থায় বেঁচে থাকার সময় ছিল ৬৩.৪ বছর। তবে ২০২১ সালে তা কমেছে দেড় বছর। এখন ৬১.৯ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকে মানুষ।