মোবাইল বিস্ফোরণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

মোবাইল বিস্ফোরণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত
মোবাইল বিস্ফোরণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত  © সংগৃহীত

ভারতের কেরালায় সোমবার (২৪ এপ্রিল) মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আট বছরের এক শিশু মারা গিয়েছে। ওই শিশুর নাম আদিত্যশ্রী। সে কেরালার থিরুভিভামালার বাসিন্দা। স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত আদিত্যশ্রী। খবর এনডিটিভির

পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইলে গেম খেলা এবং ভিডিও দেখা আদিত্যার সবচেয়ে প্রিয় ছিল। কাজের পর বাবা-মা বাড়ি ফিরলে তাই মেয়ের হাতে তুলে দিতে হতো মোবাইল। আর তা করতে গিয়েই ঘটে গেল অঘটন।

দেশটির পুলিশ বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, আদিত্যশ্রী রাতে মোবাইল ফোন চালাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ১০ টায় তার মুখে সেটি বিস্ফোরিত হয়।

আরও পড়ুন: প্রেমিকের বিয়েতে ছদ্মবেশে হাজির তরুণীর ভয়ঙ্কর কান্ড

পুলিশের প্রাথমিক ধারণা, মোবাইলের ব্যাটারিটি কোনো কারণে অতিরিক্ত গরম হয়ে পড়েছিল। তাতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরিত মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন এলে আদিত্যাশ্রীর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইলটিতে কোনো গোলমাল ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ