সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সহজ ডটকম
সহজ ডটকম   © লোগো

এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩১ আগস্ট) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর এ রায় দেয় সংস্থাটি।

জানা গেছে, অভিযোগকারী বিশ্বজিত সাহা সহজ থেকে যে ট্রেনের টিকিট কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। সেটি প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর আগে রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমকে ২ লাক টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। পরে জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন প্রতিষ্ঠানটি। সেই রিটের প্রেক্ষিতে জরিমানার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। 


সর্বশেষ সংবাদ