ক্রসিংয়ের বার এক লাইনে, ট্রেন গেলো অন্য লাইনে

রেলক্রসিংয়ের বার
রেলক্রসিংয়ের বার   © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘রেলক্রসিংয়ের বার (প্রতিবন্ধক) একদিকে আর ট্রেন যাচ্ছে আরেক দিকে। এতে অল্পের জন্য রিকশা ও অটোরিকশার প্রায় ৩০ জন যাত্রী রক্ষা পেয়েছেন।’

গতকাল রোববার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট শহরের বিডিআর গেটে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে বুড়িমারী এলাকার দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘লালমনিরহাট শহরের লেভেল ক্রসিং বিডিআর গেট সবচেয়ে ব্যস্ত। এই ক্রসিংয়ে দু’টি রেললাইন আছে। এই দুই লাইনের জন্য আলাদা আলাদা বার আছে।’

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ‘ঘটনার দিন অর্থাৎ রোববার বিকালে গেটম্যান ভুল করে যে লাইনে ট্রেন আসবে, সেটি না নামিয়ে পাশের লাইনের বার নামিয়ে দেন। ফলে মানুষ ও যানবাহন দাঁড়িয়ে থাকা রেললাইনে চলে আসে ট্রেন। দ্রুত সরে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান প্রায় ৩০ জন যাত্রী।’ 

বিডিআর এলাকার ব্যবসায়ী সজীব আলম জানান, ‘গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অনেকে রক্ষা পেয়েছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’


সর্বশেষ সংবাদ