আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা

বৃষ্টি
বৃষ্টি   © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া সারাদেশের আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনিবার (১১ জুন) রাতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা  অপরিবর্তিত থাকবে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরের ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুরের রাজারহাটে ১০১ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

 


সর্বশেষ সংবাদ