কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

তিন ছাত্রীর মৃত্যুর পর স্থানীয়রা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন
তিন ছাত্রীর মৃত্যুর পর স্থানীয়রা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন  © টিডিসি ফটো

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন।

নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

শওকত হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিমউদ্দীন খন্দকার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ওই শিক্ষার্থীরা। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ