ঘোষণা দিয়ে শওকতকে নতুন বাইক দিলেন রাব্বানী

নতুন বাইকের চাবি হস্তান্তর করছেন গোলাম রাব্বানী
নতুন বাইকের চাবি হস্তান্তর করছেন গোলাম রাব্বানী  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে মোটরবাইক রাইড শেয়ারিং চালক শওকত আলম সোহেলকে নতুন বাইক উপহার দিয়েছে গোলাম রাব্বানীর সংগঠন টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি)। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়েছে, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে।

এর আগে, গত  ২৭ সেপ্টেম্বর (সোমবার) রাইড শেয়ারিংয়ের জন্য বাড্ডা এলাকায় অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কর্তব্যরত ট্রাফিক সদস্যরা সেখানে গেলে অনেকে সেখান থেকে সরে যান। তবে শওকত আলী সেখানে থেকে যান। এসময় কাগজপত্র চেক করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

পড়ুন: ‘মামলায়’ অতিষ্ঠ যুবক দিলেন বাইকে আগুন (ভিডিও)

এ ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শওকতকে নতুন বাইক উপহারের ঘোষণা দেন গোলাম রাব্বানী।

তিনি ফেসবুকে লিখেন, আমি টিপিবির পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণ পরেই টিপিবি’র অফিসে আসবে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে বাইক হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ