বাংলাদেশিদের জন্য ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১১:৩৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২১, ১১:৩৩ AM
বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন। আজ সোমবার (৩০ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে ১ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।
এতে আরো জানানো হয়, ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলো ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে।
ইতালির জারি করা আদেশে বলা হয়েছে, ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। এটি সব দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস ইস্যুতে অনেক দিন থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইতালি। কয়েক দফায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত ২৯ জুলাই ইতালি সরকার এ তিন দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল।