বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার অফিস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. রাসেল (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সানারপাড়স্থ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, রাসেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাচেষ্টার মামলা রয়েছে। তবে বিএনপি নেতা আফজাল হোসেনের অফিসে রাসেল কী কারণে অবস্থান করছিলেন, সে বিষয়ে পুলিশের এই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।

এদিকে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, রাসেলকে গ্রেপ্তারের সময় আমার অফিসে একটি সালিসি কার্যক্রম চলছিল। সেখানে প্রায় এক দেড়শ লোক উপস্থিত ছিল। সেই পরিস্থিতিতেই পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাসেল বা ডঙ্কু রাসেল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের মাধ্যমে এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভা, মিছিল এবং মিটিংয়ে সক্রিয় ছিলেন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাসেল ও তার বাহিনী একাধিকবার হামলা চালিয়েছিল। সরকার পতনের পর রাসেল এবং ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মামলা হলে তারা কিছুদিন গা-ঢাকা দেন। তবে সম্প্রতি তিনি বিএনপি নেতাদের সঙ্গে যুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন।


সর্বশেষ সংবাদ