শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণ, ভিডিও ভাইরাল

  © সংগৃহীত

গোপালগঞ্জের শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সংক্রান্ত এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এ নিয়ে চলছে নানা সমালোচনাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার কয়েকটি বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।  

ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে ও শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। শেখ হাসিনার দোয়া চাওয়া হয়। 

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তিনিসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। গত ১৭ বছর বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘিরে দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত থাকলেও এখন সেখানে সুনসান নিরবতা বিরাজ করছে, কার্যালয়ে ঝুলছে তালা।


সর্বশেষ সংবাদ