সীমান্তে বিজিবির হাতে আফ্রিকান নাগরিক আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ AM

ফেনীর পরশুরাম সীমান্তে আফ্রিকান নাগরিক অনুপ্রবেশকালে বিজিবি আটক করেছে। রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত এলাকা থেকে এসলাম (২৬) নামে আফ্রিকান নাগরিককে আটক করা হয়।
ফেনী বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধীনস্থ নিজকালিকাপুর বিওপির টহলদল রোববার দিবাগত রাত ১টায় পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস হতে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান সুদানী নাগরিক এসলামকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির টহলদল আটক করে।
আফ্রিকান নাগরিক এসলামের স্বামীর নাম মোহাম্মদ হামদ, বাবার নাম আবদেল রহিম। ঠিকানা- কার্তম বেরি, সৌদান, বাড়ি নং ১০৪, সুদান। আটক ব্যক্তিকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, একশ ইউএস ডলার, একটি ভারতীয় ২০ রুপি, একটি ভারতীয় ১০ রুপির নোট এবং ব্যবহৃত দুটি কাপড় ও ব্যাগসহ ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।