বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম

অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম
অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম  © টিডিসি ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ বরিশাল বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন উপজেলাধীন  সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি। এর আগে লালমোহন উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে সোমবার (৬ মে) জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ভোলা জেলায়ও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে রবিবার (১২ মে) বরিশাল বিভাগে অংশগ্রহণ করে বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন লালমোহন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল। তিনি জানান, উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে জেলায় ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে বরিশাল বিভাগে অংশগ্রহণ করে বিভাগেও শ্রেষ্ঠত্ব ধরে রাখেন প্রফেসর ড.শফিকুল ইসলাম মোল্লা এলটি। তার দক্ষতা, সময়ানুবর্তিতা, আন্তরিকতা এবং শিক্ষাগত যোগ্যতা সব দিক বিবেচনা করে নির্বাচকরা তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে।

এ বিষয়ে সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মো. রাকিব সিকদার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, স্যারের অর্জনে আমরা খুবই আনন্দিত। ওনার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, স্যারের এ অর্জন প্রাপ্য ছিল। উনি একজন দক্ষ, যোগ্য, সৃষ্টিশীল এবং মুক্তমনা বড় মানসিকতার মানুষ।। তার কল্যাণে আমাদের কলেজ আজ অনেক দিক থেকে শ্রেষ্ঠ।। বরিশাল বিভাগের শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও আমাদের কলেজ নির্বাচিত। আমরা আশাকরি জাতীয় পর্যায়েও স্যার শ্রেষ্ঠ নির্বাচিত হবে।

প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ হযরত আলী মোল্লা এবং মাতা সেলিমা হযরত। এসএসসি (১৯৮৪) ও এইচএসসি (১৯৮৬) সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে অনার্স (১৯৮৯) ও মাস্টার্স (১৯৯০) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রফেসর ড. শফিকুল ইসলাম মোল্লা এলটি ১৯৯৬ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারে গৌরনদী সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসাবে কর্মরত থেকে ২০১৯ সালের ২৩ মার্চ লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এদিকে তিনি বরিশাল বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সাংবাদিক, শিক্ষক, ছাত্র -ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সচেতন মহলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence