শনিবার থেকে ৮ মিনিট পর পর মিলবে মেট্রোরেল

মেট্রোরেল
মেট্রোরেল   © ফাইল ফটো

আগামী শনিবার থেকে প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। অফিস সময়ে (পিক আওয়ার) যাত্রীদের চাপ কিছুটা কমাতে ১০ মিনিটের পরিবর্তে প্রতি ৮ মিনিট পরপর মিলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান।

তিনি বলেন, পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে। অফিস সময়ে মেট্রোরেলের ভিড় সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। তবে সাধারণ (অফ-পিক আওয়ার) সময়ে কোনো পরিবর্তন আসেনি। এ সময় ১২ মিনিট পর পর ট্রেন চলাচল করবে।

এম এ এন ছিদ্দিক আরও বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম মেট্রো ট্রেনটি সকাল ৭ টা ১০ মিনিটে ছাড়বে। এরপর সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন আসবে। এরপর সাড়ে ৭টা থেকে সকাল ১১টা ৪৯ পর্যন্ত ৮ মিনিট পর পর ট্রেন চলবে। পরে ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর একেকটি ট্রেন প্ল্যাটফর্মে থামবে। সর্বশেষ ৩টা ১৩ মিনিট থেকে ৮টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।


সর্বশেষ সংবাদ