ট্রেনের অগ্রিম টিকিট কাটার লড়াইয়ে ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ১০ এপ্রিল ২০২৩, ১০:৫৯ AM
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথমবারের মতো এবার ঈদ উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি চলছে। ফলে এবার রেলস্টেশনের পরিবর্তে টিকিট প্রত্যাশীদের লড়াই চলছে অনলাইনে। আজ চলছে ২০ এপ্রিলের আগাম ট্রেনের টিকিট বিক্রি। এদিন মাত্র এক ঘণ্টায় টিকিট কাটার জন্য রেলের অ্যাপে ক্লিক পড়েছে ৫৫ লাখের বেশি। কেউ টিকিট পাচ্ছেন, আবার অনেকেই টিকিট পাচ্ছেন না। ২০ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায় টিকিটের চাহিদা বেশি।
সোমবার (১০ এপ্রিল) ২৭ হাজার টিকিটের জন্য সকাল ৮টা থেকে এক ঘণ্টায় সার্ভারে ৫৫ লাখ ক্লিক পড়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায় টিকিটের চাহিদাও তুলনামূলক বেশি।
২২ এপ্রিল ঈদ হবে এমনটা ধরে আজ সোমবার ২০ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই গত তিনদিনের চেয়ে আজ কঠিন হবে টিকিট কাটা।
আরও পড়ুন: ৪৫ মিনিটেই সংগ্রহ ২ লাখ টাকার ফান্ড, নাফিসের চিকিৎসায় বাধা কাটলো
জানা গেছে, গত ৭ এপ্রিল ১৮ হাজার ৫০০, ৮ এপ্রিল ২৫ হাজার ২০০ এবং ৯ এপ্রিল ২৪ হাজার ৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সোমবার ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। মঙ্গলবার শেষ হবে এবারের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
রেল কর্তৃপক্ষ জানায়, ঠিক ৮টায় সার্ভার অন করার সাথে সাথে একসঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।
এদিকে উত্তরবঙ্গ, ময়মনসিংহসহ কয়েকটি অঞ্চলের ট্রেনের টিকিট কয়েক মিনিটে শেষ হয়ে গেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। ফলে টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি। তবে কিছু মানুষ আছেন, যাঁরা অনলাইনে টিকিট দেওয়ার বিষয়টি জানেন না, তাঁরা কমলাপুর স্টেশনে এসে ঘুরে গেছেন।