টিএসসিতে যাচ্ছিলেন খেলা দেখতে, পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বন্ধু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৭ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৭ PM
মধ্যরাতে রাজধানীর কলাবাগান এলাকায় কভার্ড ভ্যানের চাপায় মারা যাওয়া দুই রিকশা আরোহীর পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, নিহত মো. জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭) ছিলেন বন্ধু; বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
জাকিরের বাড়ি দিনাজপুরের খানসামায়। আর জনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব গ্রামে। ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের এক বাসায় তারা একসঙ্গেই থাকতেন। দুজনই ছিলেন ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান, একই প্রতিষ্ঠানে তারা কাজ করতেন।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর বলেন, রাতে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখবেন বলে দুই বন্ধু রিকশায় করে যাচ্ছিলেন টিএসসিতে। পথে কলাবাগানে তারা দুর্ঘটনায় পড়েন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরের প্রধান সড়কে বেপরোয়া গতির একটি কভার্ডভ্যান রাসেল স্কয়ার মোড়ে জাকিরদের রিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় রাস্তায় থাকা আরও দুজন গুরুতর আহত হন।
পরিদর্শক জাফর বলেন, দুর্ঘটনা ঘটিয়ে ওই কভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে কভার্ডভ্যানটি জব্দ করে।
জনের ফুপাত ভাই রাজু হাসপাতালে সাংবাদিকদের বলেন, ওরা দুজন ছিল বন্ধু। ‘সাকসেস ডেন্টাল ল্যাব' নামে এক প্রতিষ্ঠানে ওরা টেকনিশিয়ানের কাজ করত। ঢাকায় একবাসাতেই থাকত।