মিয়ানমারের মর্টার হামলায় যুবক নিহত, আহত ৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭ AM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল পড়ে ইকবাল নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রুর নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে । নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা।
নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ ইকবাল হোসেন (১৮)। তিনি শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মতলব হেসেনের ছেলে বলে জানিয়েছেন নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।
দিল মোহাম্মদ জানান, রাত ৮টার দিকে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে লক্ষ্য করে মিয়ানমার থেকে মর্টারশেল ছোড়া হয়। এতে বিস্ফোরণ হয়ে ছয় রোহিঙ্গা আহত হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন সমকালকে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বলেন, ‘তুমব্রু সীমান্তে মর্টারশেলের আঘাতে ৬ রোহিঙ্গাকে রক্তাক্ত অবস্থায় উখিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্য এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’