ছয় দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। এ নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হলের সামনে একত্রিত হতে থাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাস ভবনের সামনে ঘুরে আবারও একই স্থানে এসে সমাবেশ করেন।

দাবিগুলোর মধ্য রয়েছে-শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসে স্বাধীনতা বিরোধীদের বক্তব্য দিতে না দেওয়া, জাতির জনকের আগে যারা বঙ্গবন্ধু উচ্চারণ করে না আলোচনা সভায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা, গোলচত্বরে অর্ধনির্মিত স্বাধীনতা ভাস্কর্য আগামী মার্চের মধ্যে নির্মিত করা, প্রথম ছাত্রী হল, একাডেমিক ভবনগুলোর পূর্বঘোষিত নামকরণ বাস্তবায়ন করা, স্বাধীনতা স্বপক্ষের শক্তি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে রুম বরাদ্দ দেওয়া, সব শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের হলের সিট ভাড়া কমানো, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে পরবর্তী কোনো কর্মসূচি দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ