জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:২৪ PM

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা আগামীকাল (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।
নামাজ শেষে প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এ ছাড়া ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ড. ইউনূস।