হার্ভার্ডে নিষেধাজ্ঞা

বিদেশি শিক্ষার্থীদের জন্য দরজা খুলছে হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে হংকং জানিয়েছে যে, তারা আরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষিত এই নীতিমালা বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলার পর এক মার্কিন বিচারক তা স্থগিত করেন। এর ফলে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতের একটি বড় আয়ের উৎস অনিশ্চয়তায় পড়ে যায়।

হংকং থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যখন বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করে।

এই অবস্থায় হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক আয়ের উৎস চাপে পড়ে। তবে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আপাতত একজন মার্কিন বিচারকের আদেশে স্থগিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) হংকংয়ের শিক্ষামন্ত্রী ক্রিস্টিন চোই জানান, যুক্তরাষ্ট্রের শিক্ষানীতিতে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তারা স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে সুযোগ তৈরি করতে অনুরোধ করেছেন। এ বিষয়ে হংকংয়ের শিক্ষা ব্যুরো (ইডিবি) বিশ্ববিদ্যালয়গুলোকে কিছু সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।

তিনি আরও জানান, এ উদ্দেশ্যে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সীমা শিথিলসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইচকেইউএসটি) এক বিবৃতিতে জানিয়েছে, হার্ভার্ডে ভর্তি হওয়া অথবা সেখানে ভর্তি হওয়ার প্রস্তাব পাওয়া শিক্ষার্থীরা চাইলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানেই পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে এইচকেইউএসটি পূর্ণ সহায়তা প্রদান করবে।

তারা আরও জানিয়েছে, এসব শিক্ষার্থী বিনাশর্তে ভর্তির সুযোগ, সহজ আবেদন প্রক্রিয়া এবং অ্যাকাডেমিক সহায়তা পাবেন।

আরও পড়ুন: সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন স্নাতকেই

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের সর্বোচ্চ র‍্যাঙ্কপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে, আর এইচকেইউএসটি রয়েছে ১০৫ নম্বরে।

বর্তমানে হার্ভার্ডে প্রায় ১,৩০০ চীনা শিক্ষার্থী অধ্যয়নরত, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-পঞ্চমাংশ। যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিপুল সংখ্যক চীনা শিক্ষার্থী পড়াশোনা করছেন। এতদিন ধরে অনেক চীনা পরিবার এসব বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা ও মানসম্পন্ন শিক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করে এসেছে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence