মামলা করতে এবার আদালতে শাকিব খান

আদালতে শাকিব
আদালতে শাকিব  © সংগৃহীত

ঢাকাই ছবির নায়ক শাকিব খান রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গেছেন। গুলশান থানায় মামলা করতে ব্যর্থ হয়ে এবার আদালতে গেলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার সিএমএম আদালতে যান এই চিত্রনায়ক।

সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের প্রযোজক। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন।

গত শনিবার রাতে শাকিব খান ওই প্রযোজকের নামে মামলা করতে গুলশান থানায় যান। কিন্তু পুলিশ তার মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

শাকিব খানের দাবি, উনি (রহমত উল্লাহ) কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন।

আরও পড়ুন: সিজিপিএ-৩.৯৭ নিয়ে ট্রল, জবাবে যা বললেন সাবিলা নূর

জানা যায়, একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানায় মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।


সর্বশেষ সংবাদ