নানা আয়োজনে বুটেক্স দিবস উদ্যাপন
- বুটেক্স প্রতিনিধি
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ PM
১৪তম বছর শেষে ১৫তে পদার্পণ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)। রবিবার (২২ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪তম বুটেক্স দিবস-২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ব্যানার-ফেস্টুনসহ ক্যাম্পাস থেকে র্যালি নিয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৪৯তম ব্যাচের শিক্ষার্থী মায়িশা মোবাশশিরাহ জানান, বিশ্ববিদ্যালয় দিবসটি সকল শিক্ষার্থীর জন্যই আয়োজন করা হয়ে থাকে। সবাই উপস্থিত থাকলে আরও ভালো লাগত। বিশ্ববিদ্যালয় দিবস আরও জাঁকজমকভাবে আয়োজনের ব্যাপারে প্রশাসন নজর দিবে বলে প্রত্যাশা রাখছি।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দীন বলেন, ১৪ বছর শেষে ১৫তে পদার্পণ করে বুটেক্স। বুটেক্স দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। আগামী বছর থেকে আরও সুন্দরভাবে দিবসটি উদ্যাপনের চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ২০১০ সালে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হতে বিশ্ববিদ্যালয়ে উন্নীত এ প্রতিষ্ঠানটি। প্রতিবছরই ন্যায় এবারও ২২ ডিসেম্বর ‘বুটেক্স দিবস’ পালন করা হয়।