বাকৃবিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক

বাকৃবিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক
বাকৃবিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক  © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) ময়মনসিংহে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ।

সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরে আমাদের ব্যাংকটি ব্যাংকিং খাতের সেরা মেধাবীদের কাছে প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের সহকর্মীদের প্রতি যত্নশীল আচরণ, উপযুক্ত কর্মপরিবেশ, নৈতিকতা, স্বচ্ছতা, ব্র্যান্ড-ভ্যালু এবং কর্পোরেট সুশাসনের জন্য ব্র্যাক ব্যাংক চাকরিপ্রত্যাশীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “আমরা আজ দেশের এই স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি শিক্ষার্থীদের তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশ এবং উজ্জ্বল ক্যারিয়ার গঠনের যাত্রায় সহায়তা করতে। আমাদের ইয়াং লিডারস প্রোগ্রামটি বর্তমানে ব্যাংকিং খাতে সেরা প্রোগ্রাম, যা কর্মীদের নিবিড় প্রশিক্ষণ এবং দ্রুত ক্যারিয়ার অগ্রগতির সুযোগ প্রদান করে থাকে। এছাড়াও একটি মূল্যবোধভিত্তিক ব্যাংকে কাজ করার সুবাদে আমাদের সহকর্মীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখার সুযোগ পাচ্ছেন।”

কর্মীদের কর্পোরেট পেশাদার হিসেবে বেড়ে ওঠা এবং তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটানোর বিষয় নিয়ে কথা বলেন আখতারউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে আমি আমাদের ব্যাংকটিকে শুধু একটি প্রতিষ্ঠানের চেয়েও বেশিকিছু হিসেবেই দেখি। এটি এমন একটি প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেক সহকর্মীর সম্ভাবনাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি, শেখার মানসিকতা এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুল আউয়াল, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রফিকুল ইসলাম সর্দার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ নাসির উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব স্মল বিজনেস (সাউথ) নজরুল ইসলাম এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং রিশাদ হোসেন।

এই ইভেন্টটি ব্র্যাক ব্যাংকের একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যেটির অধীনে ব্র্যাক ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণমূলক কনসালটেশন সেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জব মার্কেটের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন ক্যারিয়ার সহায়ক দিকনির্দেশনা দিয়ে থাকে। ব্যাংকটি দেশসেরা মেধাবীদের নিয়োগদানের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং কর্মজীবনে সমৃদ্ধিতে সহায়তা করে থাকে।


সর্বশেষ সংবাদ