এইচএসসি পরীক্ষায় প্রক্সির দায়ে যবিপ্রবি ছাত্র বহিষ্কার

নুরুল সাদিক সজীব (বাম পাশের গোল চিহ্নিত)
নুরুল সাদিক সজীব (বাম পাশের গোল চিহ্নিত)  © সংগৃহীত

যশোরের চৌগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে পুলিশের হাতে আটক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ। বহিষ্কৃত নুরুল সাদিক সজীব বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিজেন্ট বোর্ড সূত্রে জান যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চৌগাছার মৃধাপাড়া কলেজ কেন্দ্রে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যবিপ্রবির পিটিআর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল সাদিক সজীব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। পরবর্তীতে তাঁকে জেল-হাজতে প্রেরণ করা হয়। রুলস অব ডিসিপ্লিন ফর স্টুডেন্টুস অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির ১১তম সভার সুপারিশক্রমে রিজেন্ট বোর্ডের সভায় তাকে বিশ্ববিদ্যালয় হতে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১ আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চৌগাছার মৃধাপাড়া কলেজ কেন্দ্রে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হন নুরুল সাদিক সজীব। এসময় আরও চার জনকে আটক করে পুলিশ। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ