সাড়ে ৪ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন

সচিবালয়ে আগুন
সচিবালয়ে আগুন  © ভিডিও থেকে সংগৃহীত

প্রায় সাড়ে ৪ ঘণ্টা অতিক্রম হতে চলল। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। সর্বশেষ খবর অনুযায়ী— ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টার বেশি বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।

অন্যদিকে আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে সচিবালয়। একদিকে দেখা যাচ্ছে ধোঁয়ার কুন্ডলী এবং অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন।

মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।


সর্বশেষ সংবাদ