ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

আরএসটিইউ ছাত্র সাজ্জাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আরএসটিইউ ছাত্র সাজ্জাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

নাটোর শহরের একটি ছাত্রাবাস থেকে সাজ্জাদুল ইসলাম (২০ ) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোডের আর আর ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয় রবিবার (১৫ মে) সন্ধ্যায়।

রাজশাহী সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আরএসটিইউ) ছাত্র সাজ্জাদুল ইসলাম। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা। বাবার নাম সাইফুল ইসলামের ছেলে।

আরো পড়ুন: পিবিআই কর্মকর্তার কাছে উত্ত্যক্তের প্রতিকার চেয়ে ধর্ষণের শিকার ছাত্রী

এ বিষয়ে নাটোর সদর থানার এসআই আবদুল মজিদ জানান, বড় হরিশপুর চেয়ারম্যান রোডের আর আর ছাত্রাবাসের একটি কক্ষ থেকে রবিবার সন্ধ্যায় সাজ্জাদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে ঘুমের ওষুধের ২০০টি ট্যাবলেটের খোসা পাওয়া গেছে।

ঘুমের ওষুধ খেয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক কারণ জানা যায়নি। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!