মিন্নি নির্দোষ প্রমাণিত হবে: বাবা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৬:২৮ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ০৬:৩৪ PM
আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর দাবি করেছেন, আমার মেয়ে নির্দোষ। একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে তার মেয়েকে এ মামলায় ফাঁসিয়েছে। একটি প্রভাবশালী মহলকে আড়াল করার জন্যই তার মেয়েকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি বলেন, সকাল ১০টার দিকে কারাগার থেকে মিন্নি আমার ও আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে। সে খুব কান্নাকাটি করেছে। কারাগারে মিন্নি ভালো নেই। তাকে একা একটি নির্জন কক্ষে রাখা হয়েছে।
পড়ুন: মিন্নির প্রতি অবিচার করা হয়েছে: বাবা
চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার রায়ের পর থেকেই মিন্নিসহ ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।
এদিকে রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে হাইকোর্টে এসেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে আসেন তিনি।
বাবা কিশোর বলেন, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রায়ের কপি হাতে পেয়ে রওনা দিয়েছি, আজ বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে এসেছি। এখন আইনজীবী জেড আইন খান পান্না ও মাক্কিয়া ফাতেমা ইসলামের মাধ্যমে উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব। আমি আশাবাদী আমার মেয়ে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হবে।